গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, শহরের হাতিয়াব এলাকায় হাজী পেপার অ্যান্ড বোর্ড ইন্ডাস্ট্রিজ নামের প্যাকেজিং কারখানায় শনিবার রাত ৩টার দিকে ওই অগ্নিকাণ্ড ঘটে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার সকাল পৌনে ৯টার দিকে আগুন নেভানোর কাজ চলছিল জানিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা হামিদ বলেন, আগুনে কাগজের রোল, কার্টন ও মেশিনারিজ পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।