বুধবার ৯ ফেব্রুয়ারি ২০২২ বিকেল ৩ টায় সৈয়দপুর বাইপাস সড়কের মরিয়ম চক্ষু হাসপাতালে সামনে কাভার্ড ভ্যান ও ব্যাটারী ব্যাটারীচালিত রিস্কার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্হলে অটোরিক্সার একজন যাত্রী নিহত হন। অপর যাত্রী ও ভ্যানচালক আহত হন। নিহত যাত্রীর নাম মোঃ আবুল কাশেম(৬০) পিতা মৃত তছিম উদ্দিন সাং দক্ষিণ সোনাখুলি মুন্সিপাড়া থানা সৈয়দ পুর জেলা নীলফামারী। আহত ২ জনকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করানো হয়!
ঘাতক কাভার্ড ভ্যানটিকে এলাকাবাসি আটক করে এবং চালক পলাতক রয়েছে। কাভার্ডভ্যানটির রেজি নং ঢাকা মেট্রো ন ১৩ -৭৯৫৪
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাথ খাঁন জানান, ঘাতক কার্ভাড ভ্যানটি আটক রয়েছে। হাইওয়ে রাস্তা চলাচল এখন স্বাভাবিক রয়েছে। মৃত কাশেম এর মরদেহ সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতলে রয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।