গাজীপুর শ্রীপুর ও কালিগন্জ্ঞে নবনির্বাচিত ইউপি’ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন,জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে,প্রধান মন্ত্রী উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে । সরকারের মিশন ভিশন অর্জনে আপনারা জনগনের জন্য কাজ করবেন। আমরা নিরপেক্ষ ভাবে স্বাভাাবিক উন্নয়নে যাবো। “আমার গ্রাম আমার শহর ” গাজীপুরকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো ।
ডিসি আনিসুর রহমান,আরোও বলেন, সরকারের মাস্টার প্লান, বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের প্রতি আহবান জানান।আজ ৭ই ফেব্রুয়ারী সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় ভাওয়াল সন্মেলন কক্ষে জেলা প্রশাসক আনিসুর রহমান নবনির্বাচিত চেয়ারম্যান গণের শপথ গ্রহণ করান।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি), সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকট রিনা পারভীন, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ শামসুল আলম প্রধান, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ আমানত হোসেন খান প্রমুখ।
গাজীপুর জেলা শ্রীপুর ও কালিগজ্ঞ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গণ শপথ গ্রহণ করেন। পরে ডিসি নবনির্বাচিত চেয়ারম্যান দের মাঝে ফুলের শুভেচ্ছা বিনিময় ও চা চক্র অনুষ্ঠিত হয়।