নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের সহযোগীতায় ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নাজমুল হক ভুঁইয়া, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সামছুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আফজাল হোসেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এমদুদুল হক প্রামানিক, নীলফামারী প্রেসক্লাবের সহ-সভাপতি ইসরাত জাহান পল্লবী প্রমুখ।জজদজদ্ধল্ল দেশ
নিরাপদ খাদ্য পরিদর্শক গনেশ চন্দ্র রায় সভা পরিচালনা করেন।
বক্তারা উল্লেখ করেন, ছোট থেকে শুরু করে বড় ব্যবসায়ীরাও খাদ্যে বা ফসলে ভেজাল দিচ্ছেন। নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণনে ভোক্তাসহ সবাইকে সচেতন হতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদনে সবাইকে সহযোগিতার জন্য কিছু জে আর এখন শাশুড়ির করতে হবে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে স্বাস্থ্যবান ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নেই।
নিরাপদ খাদ্য পরিদর্শক গনেশ চন্দ্র রায় জানান, সুস্বাস্থ্যের মূলনীতি, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি শ্লোগানে এবারে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস।