শেরপুরের ঝিনাইগাতীতে ১শ বোতল ভারতীয় মদসহ আঃ আজিজ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ জামালপুর। উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকা থেকে ৩০ জানুয়ারী রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আঃ আজিজ পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের জুলফিকার আলীর ছেলে।জানা গেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে সোনার বাংলা ষ্টোরের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় ১শ বোতল ভারতীয় মদসহ আঃ আজিজকে গ্রেপ্তার করা হয়। র্যাব সূত্রে জানা গেছে র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাত ৮টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়। এ বিষয়ে ঝিনাইগাতী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার কৃত আসামী দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে র্যাব সুত্রে জানা গেছে। আঃ আজিজের বিরুদ্ধে শেরপুর সদর ও নালিতাবাড়ী থানায় ইতিপূর্বে আরও দুইটি মামলা রয়েছে বলে র্যাব ১৪ জানান।র্যাবের সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।