গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিসমর্থিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নীল প্যানেলের পাঁচজন জয়ী হয়েছেন।
এ ছাড়া বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাদা প্যানেলে সহসভাপতি, সহসাধারণ সম্পাদক ও সম্পাদকীয় পদসহ মোট ১৭ জন জয়লাভ করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে (২০২১-২২) বিএনপিসমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নীল প্যানেলে সভাপতি ছিদ্দীকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে জাকিরুল ইসলামসহ মোট পাঁচজন জয়ী হয়েছেন।
এ ছাড়া বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাদা প্যানেলে সহসভাপতি, সহসাধারণ সম্পাদক ও সম্পাদকীয় পদসহ মোট ১৭ জন জয়লাভ করেছেন।
নির্বাচনে ২২টি পদের জন্য ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ২২ পদের মধ্যে ১০টি সম্পাদকীয় পদের জন্য ২৩ জন এবং ১১টি সদস্য পদের জন্য ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবীরা সাদা ও নীল প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচন করেছেন।
এতে মোট ভোটার সংখ্যা ছিল এক হাজার ৭৭৬ জন। এর মধ্যে এক হাজার ৬২০ জন ভোট দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
আওয়ামীপন্থি সাদা প্যানেলের সভাপতি প্রার্থী ছিলেন সুদীপ কুমার চক্রবর্ত্তী ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন বেলায়েত হোসেন চৌধুরী।