শেরপুরের ঝিনাইগাতীতে, কাব্যরত্ন সম্মাননা স্মারক, উত্তরীয় ও সনদ পেয়েছেন কবি লেখক সাংবাদিক শামসুল হক শামীম। কবি শামসুল হক শামীম, গ্রামীণ সাহিত্য জগৎ কতৃক “আন্তর্জাতিক কবি সম্মেলনে এ গুণীজন সম্মাননা -২০২১” হিসেবে কাব্যরত্ন সম্মাননা পান। কবি শামসুল হক ১৯৯২ সাল থেকে সাহিত্য জগতে লেখা লেখিতেন পদার্পণ করেন। তৎকালীন সময়ের ঝিনাইগাতী আলহাজ্ব শফিউদ্দিন আহমদ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কবি সুহৃদ জাহাঙ্গীর ও একই কলেজের অধ্যাপক ক্ষমা চক্রবর্তীর অনুপ্রেরণায় সাহিত্য জগতে তিনি পদার্পণ করেন। পরবর্তীতে ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী এবং রেহানা ইদ্রিস মডেল একাডেমির অধ্যক্ষ আইয়ুব আলী আকন্দ বিদ্যুৎ এর অনুপ্রেরণা লাভ করেন তিনি। ২০২০ সালে মার্চ মাসে সীমান্ত কন্যা ঝিনাইগাতীতে উদীয়মান এবং প্রবীণ কবি সাহিত্যিকদের নিয়ে মহারশি সাহিত্য পরিষদ নামে একটি সাহিত্যে সংগঠন গড়ে তুলেন। এ সংগঠনে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন তিনি । কবি শামসুল হক শামীম লেখালেখিতে সুনাম অর্জনের পাশাপাশি বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে ইতিপূরেও বেশ কিছু সম্মাননা পুরস্কার পেয়েছেন। কবি,লেখক ও সাংবাদিক শামসুল হক শামীম জানান,তার রচিত তিন’টি কবিতার বই আগামী বইমেলায় প্রকাশিত প্রদর্শিত হবে।