কোভিড -১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন – এর প্রাদুর্ভাব মোকাবেলায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ কর্মসূচি করেছে উপজেলা প্রশাসন।
সচেতনতার বিকল্প নেই
আবারো বাড়ছে করোনা। কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এর সংক্রমণ হুর হুর করে বাড়ছে। এর প্রতিরোধে সচেতন থাকার বিকল্প নেই। আর সচেতন থাকতে মাস্ক অবশ্যই পড়তে হবে।
জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসনের মাস্ক বিতরণ কর্মসূচী শুরু।
সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, AC Land Saidpur Mahamudul Hasan স্যার, সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু আলেমুল বাশার, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান উপস্থিত থেকে আজ ১ হাজার মাস্ক বিতরণ করেন শহরের ব্যস্ততম পাঁচমাথা মোড়ে।। এসময় সময় সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার করতে, জনসমাগম এড়িয়ে চলতে ও স্বাস্থ্যবিধি মানতে সকলকে নির্দেশনা প্রদান করা হয়।
মাস্ক বিতরণ ও সচেতনতা প্রচারাভিযানে সার্বিক সহযোগিতা করে সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন (সুভা)র আইনশৃঙ্খলা বাহিনীর সহ সাংবাদিকবৃন্দ ইলেকট্রিক মেডিয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।