নবাব স্যার সলিমুল্লাহ্ বাহাদুরের ১০৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের মাজারে ফাতেহা পাঠ, দোয়া মাহফিল ও ফুলের তোড়া প্রদানের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
গত ১৬ই জানুয়ারী (রবিবার) বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল-এর উদ্যোগে দলীয় নির্বাহী সভাপতি এ বি এম ফাখরুজ্জামান খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা বি এম এল এর মহাসচিব এড, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বলেন, নীখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ্ বাহাদুর ছিলেন সমাজ সচেতন জনদরদী ও গণমানুষের নেতা।
বৃটিশ ভারতের তদানিন্তন অবহেলিত, নিগৃহিত, নিষ্পোষিত ও অনগ্রসর মুসলিম জাতি গোষ্ঠির ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠা ও ভাগ্য উন্নয়নের তীব্র প্রয়োজনীয়তা অনুভব থেকেই নবাব স্যার সলিমুল্লাহ্ বাহাদুর ১৯০৬ সালে ঢাকায় নীখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দোগ গ্রহন করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন ক্ষনজন্মা সাধক পুরুষ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন মুসলিম লীগ নেতা এমএ জব্বার, ডেমোক্রেটিক লীগ মহাসচিব সাইফুদ্দিন মনি, ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান জাগপার যুগ্ম সম্পাদক আসাদুর রহমান আসাদ বিএমএল সহ-সভাপতি চেয়ারম্যান আজিজুর রহমান লিটন, সরওয়ার-ই-আলম খান ও নবী চৌধুরী, সহ-সম্পাদক মোশাররাফ হোসেন তারা, বিএমএল নেতা জিয়াউর রহমান জিয়া, মোহাম্মদ হোসেন, মওলানা মোহাম্মদ শরীফ, মোখতার আহামদ প্রমূখ।