নীলফামারীর সৈয়দপুরে লক্ষণপুর স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক (কৃষি শিক্ষা) রুহুল আমিন হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শনিবার (৮ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় স্থানীয় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর হয় হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় মরহুম রুহুল আমিনের কর্মস্থল লক্ষণপুর স্কুল এন্ড কলেজ মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর বাঙ্গালীপুর ইউনিয়নের শাইল্যার মোড় ঈদগাহ্ মাঠ দ্বিতীয় নামাজে জানাজার নামাজ এবং শেষে বাদ মাগরিব তাঁর গ্রামের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের সয়ার কাজীপাড়ায় তৃতীয় জানাজার নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পৃথক পৃথক জানাজার নামাজে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।