নিখোঁজের ১৪ দিনে ও সন্ধান মেলেনি স্কুলছাত্র শাকিলে (১৫) এর! শাকিল ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ দাড়িয়ারপাড় গ্রামের মো: খোকা মিয়ার ছেলে ও ধানশাইল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্র। ২ভাই ১বোনের মধ্যে শাকিল বড়। শাকিলের পরিবার সুত্রে জানা গেছে,
গত ২৬ ডিসেম্বর- সকালে শ্রীরবদী উপজেলায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন দেখার উদ্দেশে বাইসাইকেল নিয়ে নিজ বাড়ী থেকে বের হয়। কিন্তু সে আর বাড়ি ফিরে আসেনি। বহু খুঁজাখুঁজির পরও শাকিলের সন্ধান পায়নি তার পরিবার। এব্যাপারে শাকিলের মা শাবানা বেগম বাদি হয়ে ৩১ ডিসেম্বর থানায় একটি সাধারণ ডায়েড়ি করেন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন শাকিলের সন্ধানে পুলিশী তৎপরতা চলছে
তাং- ০৮/০১/২২ইং