গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) অপরাধ দমনে সফলতা অর্জন করায় বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালেক খসরু খানকে ডিসেম্বরথ ২১ এর জিএমপির উত্তর জোনের শ্রেষ্ট অফিসার ইনচার্জ পুরস্কার প্রদান করা হয়।
বৃহস্পতিবার জিএমপির হেডকোয়াটোরের হল রুমে অপরাধ পর্যালোচনা আয়োজিত সভায় এ পুরস্কার প্রদান করা হয়। মালেক খসরু খানকে শ্রেষ্ট্র পুরস্কার ক্রেস্ট তুলে দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) মো. জাকির হাসান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) ও এসি সদর জোন প্রমূখ।
বাসন থানার ওসি মালেক খসরু খান শ্রেষ্ট ওসির পুরস্কার পেয়ে তিনি বলেন, ও অপরাধ উত্তর জোনের সকল স্যারদের দিক নির্দেশনায় অপরাধ দমনে থানার সকল সদস্যদের সহযোগিতা নিয়ে সর্বদাই সজাগ রয়েছি। যে কোন মূল্যে অপরাধীদের নির্মূল করতে বদ্ধপরিকর।