চতুর্থ ধাপের নির্বাচনে টেকনাফ পৌরসভায় কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ হাসান। সোমবার সন্ধ্যায় নিজ এলাকায় সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে কাউন্সিলর প্রার্থী মোঃ হাসানের অভিযোগ ইভিএম মেশিনে ভোট কারচুপি হয়েছে, এবং উপজেলা নির্বাহী অফিসার ও জেলা নির্বাচন অফিসার বরাবর চিঠি দিয়েছেন।
তিনি বলেন, ভোট কারচুপির বিষয়ে রিটানিং কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছি এবং প্রশাসনের কাছে তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন।
এসময় তিনি জানান, ২৬শে ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় ১ নং বুথে ইভিএম মেশিন অকার্যকর বলে মেমোরিটা খুলে ফেলা হয়, এবং ১নং বুথে বাকি ভোটারগুলোকে ২নং বুথে চলমান মেমোরিতে ভোট দিতে বলে অতপর ফলাফল ঘোষনা করার আগ মূহুর্তে ৫ মিনিট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আবার মেমোরি বদলানো হয়, তারপর মেয়র পদপ্রার্থীদের ফলাফল ঘোষনা করে এবং ৩০ মিনিট পর মৌখিক ভাবে আমার মার্কা পাঞ্জাবীকে পরাজয় বলে ঘোষনা দেন পরে বিজিবি এবং পুলিশ ফোর্সদের সাথে নিয়ে নির্বাচনী সরাঞ্জাম ও কর্মকর্তাগণ চলে যেতে চাইলে এলাকার সাধারণ জনগণ মেনে নিতে না পারায় যখন লিখিত ফলাফল চায় তখন আইন শৃংখলা বাহিনী আমার এলাকার সাধারণ জনগণের উপর লাঠিচার্জ করে আহত করে দেয়, আমি সহ বাকি আরও দুই জন প্রার্থীর নিয়োজিত এজেন্টদের কে বের করে দিয়ে তারা চলে যায়। এমতাবস্থায় এই ফলাফল আমি মানি না পূনরায় সুষ্ঠ ও সুন্দর নির্বাচন চায়।