শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মহিলা সদস্য ও মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠানিত হয়েছে। ২৫ ডিসেম্বর শনিবার দুপুরে শেরপুর জেলার শিল্পকলা একাডেমিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক . মোমিনুর রশিদ নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। এ সময় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর জেলা নির্বাচন অফিসার শানিয়াজ্জামান তালুকদার, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নিবার্হী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, , ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।