বাংদেশের উত্তর অঞ্চল রাজশাহী জেলার লাল-পোড়া মাটির বরেন্দ্রভূমি তানোর উপজেলার ১নং কলমা ইউনিয়নের দরগাডাঙ্গায় মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে।
জানা গেছে, গত ২২ ডিসেম্বর (বুধবার) বিকাল ৪ টার সময়, আবুল কাসেম সরদার-এর সভাপতিত্বে ও ১নং কলমা ইউপির ৮ নং ওয়ার্ডে নবনির্বাচিত ওয়ার্ড (মেম্বার) নাজিমুদ্দিন সরদারের সার্বিক সহযোগিতায়, জনপ্রিয় এই ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয়।
তানোর ১নং কলমা ইউপির দরগাডাঙ্গা বাজার মাঠে গত ২২ ও আজ ২৩ ডিসেম্বর দুইদিন ব্যাপী ঘোড় দৌড় প্রতিযোগীতার শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা উপভোগ করেন এবং বিজয়িদের মাঝে পুরুস্কার বিতরণ করেন; রাজশাহী-৫২’ তানোর, গোদাগাড়ী-১’ জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
এসময় প্রধান অতিথি, তানোর এর কৃতী সন্তান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে ফুলের তুড়া দিয়ে অভিনন্দন জানান, কলমা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোর্শেদুল মোমিন রিয়াদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না ও সাংসদ ওমর ফারুক চৌধুরীর একান্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজ সেবক, স্বনামধন্য ব্যবসায়ী ও উদীয়মান তরুণ আওয়ামী লীগ নেতা, আলহাজ্ব আবুল বাশার সুজন।
আরও উপস্থিত ছিলেন, ১নং কলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, মাইনুল ইসলাম স্বপন, কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান প্রমুখ।