বিরামপুর পৌরসভার বাস্তবায়নে পৌর শহর এলাকায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সোনালী ব্যাংক মোড় থেকে পল্লবী সিনেমা হল মোড় পর্যন্ত ২ শ ১৭ মিটার আরসিসি ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন সচিব।
বুধবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার সময় পৌর শহর এলাকা সোনালী ব্যাংক মোড় থেকে পল্লবী সিনেমা হল মোড় পর্যন্ত মহাসড়কের পাশে এই আরসিসি ড্রেণ নির্মাণ কাজ পরিদর্শন করেন পরিচালক স্থানীয় সরকার রংপুর বিভাগের (যুগ্ন সচিব) মোহাম্মদ ইব্রাহিম খান।
এসময় সচিব মহোদয় আরসিসি নিমার্ণাধীন ড্রেনের কাজের অগ্রগতি ও গুরুত্বপূর্ণ সার্বিক বিষয়ে খোজ খবর নেন এবং কাজের মান দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় ড্রেণ নির্মাণ কাজ পরির্দশন কালে পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম, পৌর সচিব সেরাফুল ইসলাম, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবু সোয়েব মোঃ সজল, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম ও এলাকার সুধীজনসহ প্রমূখ উপস্থিত ছিলেন ।