গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারগণদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ২১ ডিসেম্বর গাজীপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে সকাল ১১টায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতির বীর সন্তান শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারগনদের প্রতি শ্রদ্ধা প্রদানের লক্ষ্য, অনুষ্ঠানে শুরুতে দোয়াপাঠ ও উপস্থিত সকলে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
এসময়ে গাজীপুর সিটি কর্পোরেশনে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ জাহিদ আহসান রাসেল এমপি মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শামসুন নাহার সংসদ সদস্য ৩১৩ , (মহিলা আসন ১৩) সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, এস এম তরিকুল ইসলাম পিএএ জেলা প্রশাসক গাজীপুর , খন্দকার লুৎফুল কবির পিপিএম ( সেবা) পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, আজমত উল্লা খান সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগ, কাজী মোজাম্মেল হক সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাজীপুর জেলা ইউনিট কমান্ডার, কাজী আলিম উদ্দিন বুদ্দিন সিনিয়র সহ-সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগ, মোঃ আতাউল্লাহ মন্ডল সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গাজীপুর মহানগর আওয়ামী লীগ। অনুষ্ঠিত সঞ্চালনায় ছিলেন, আমিনুল ইসলাম প্রধান নির্বাহী কর্মকর্তা গাজীপুর সিটি কর্পোরেশন, এ্যাড,আয়সা আক্তার প্যানেল মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন।