আসন্ন বড়দিন উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে প্রায় পঞ্চাশ টি গীর্জায় জি আর প্রকল্পের ৫শ কেজি করে চাল বিতরণ করা হয়।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজিত জি,আর প্রকল্পের আওতায় চাল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় ও সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, খান পুর ইউপির নব- নির্বাচিত চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ প্রমুখ।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী বলেন, আসন্ন বড়দিন উপলক্ষে খ্রিষ্টীয় ধর্মাবলম্বীদের মাঝে উপজেলার প্রায় ৫০ টি গ্রীর্জার সভাপতি ও সম্পাদকবৃৃন্দের নিকট ৫’শ কেজি করে জি,আর প্রকল্পের চাল সরকারি অনুদান সহায়তা প্রদান করা হয়েছে।