জাতীয় প্রেসক্লাবের সামনে “বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ও এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের যৌথ উদ্যোগে-দেশ ব্যাপী শিক্ষক নির্যাতন, চাকরিচ্যুতির প্রতিবাদে ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত ১৭-ডিসেম্বর বাশিসের কেন্দ্রীয় সভাপতি ও জাতীয়করণ লিয়াঁজো ফোরামের মুখপাত্র মোঃ নজরুল ইসলাম রনি’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি সাঈদুল হোসেন সাহেদ বলেন-গত ৩০ অক্টোবরে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ না দিয়ে মিরপুর সিদ্ধান্ত হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের নিকট থেকে জোরপূর্বক পদত্যাগ পত্র নেয। চাকরি বিধি লঙ্ঘন।তাকে সাময়িক বরখাস্ত করে। অবিলম্বে নজরুল ইসলাম সহ সকল চাকরিচ্যুত শিক্ষকদের’কে চাকরিতে পুন: বহালের দাবী জানান তিনি। “বাংলাদেশ শিক্ষক সমিতিরচ্ সম্মানিত উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ফজর আলী বলেন,বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপিত হলো” অথচ শিক্ষক “নির্যাতন ও চাকরিচ্যুতিচ্ চলছে, ৫০ বছরেও শিক্ষা জাতীয় করণ ঘোষণা করে “বঙ্গবন্ধুর শিক্ষা দর্শনচ্ বাস্তবায়ন করা হয়নি। এটা খুবই দুঃজনক।
তিনি ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্তি করে অবিলম্বে শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের জোর দাবী জানান।
১০০০ টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা নিয়ে এমপিও ভূক্ত শিক্ষক কর্মচারীগণ চরম অর্থসংকটে। ২৫% ঈদ বোনাস দীর্ঘ ১৮ বছরেও পরিবর্তন হয়নি। করোনাকালীন দুঃসময়ে কতিপয় শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানী ভাতা অনেক শিক্ষকদের বন্ধ হয়ে যায়। তার উপর সাময়িক বরখাস্ত, চাকরিচ্যুতি এসব করে বর্তমান সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করছে সরকার বিরোধী একটি অশুভ চক্র। “বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন করতে হবে জাতীয়করণচ্ স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে জাতীয় প্রেসক্লাব চত্ত্বর। এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে জাতীয়করণ ঘোষণা দিয়ে মুজিবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে চিরস্মরণীয় করে রাখতে মানীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশুহস্তক্ষেপ কামনা করেন শিক্ষকনেতৃবৃন্দ।
এ-সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ আতিকুর রহমান তালুকদার, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, বাশিসের কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান, মোস্তফা কামাল খান, তানিয়া আক্তার, সহকারী মহাসচিব ঝর্না আক্তার, মোঃ আলমগীর হোসেন তালুকদার, মোঃ মিজানুর রহমান, অর্থ সম্পাদক মোঃ সামসুল হক তরফদার, সহ-অর্থ সম্পাদক মোঃ কামাল হোসেন, মোঃ শাহজাহান আলী, মোঃ লুৎফর রহমান, মোঃ নূরুল ইসলাম, মোঃ মোরশেদুল ইসলাম, আবুল কালাম আজাদ, আফজাল হোসেন, খান মোঃ মামুন হোসাইন, রেহানা আক্তার, আব্দুর রহিম প্রমুখ।