শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের মানিককুড়া অগ্নিবিনা সংঘের উদ্যোগে বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ ডিসেম্বর শুক্রবার মানিককুড়া বাজারে আলোচনা সভা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন সম্প্রাচার চলচিত্র প্রদর্শন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সংগঠনের সভাপতি আনারুল কাদের মোরাদের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিলন,নলকুড়া ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান জামি। বিশেষ অতিথি ,হিসেবে বক্তব্য রাখেন নলকুড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মজনু মিয়া, অগ্নিবিনা সংঘের সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ। পরে সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্র শীতার্থ ১শ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়। অতিথিগন উপস্থিত থেকে শীত বস্ত বিতরন করেন। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শতশত মানুষ অংশগ্রহণ করেন।