বিজয়ের ৫০ বছর ও আঁধারের আলো ফাউন্ডেশন ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আঁধারের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান, গাজীপুর সিটি করপোরেশন ৫৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী মুক্তি যোদ্ধার সন্তান যুবলীগ নেতা আকতার সরকার অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে ৭০০ কম্বল বিতরণ করেন।
মঙ্গলবার ১৪ ডিসেম্বর টঙ্গী কলেজ মাঠে উক্ত কম্বল বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
দেশের পরীক্ষিত এমন আলোচিত একজন যুবলীগ কর্মী আকতার সরকার করোনাভাইরাস মোকাবিলায় গাজীপুর মাটি ও মানুষের প্রিয় নেতা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম পি মহোদয়ের নির্দেশে এবং গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের দিকনির্দেশনায় প্রথম থেকে নিজের এলাকায় উপস্থিত থেকে করোনাকালীন সময়ে সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় সকাল থেকে রাত পর্যন্ত নিজ উদ্যোগে দুঃস্থদের তালিকা তৈরি করে নিয়মিত খাদ্য সরবরাহ নিশ্চিত করেছেন, পৌঁছে দিয়েছেন উপহার সামগ্রী। এছাড়াও সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন।
যুবলীগ নেতা মুক্তি যোদ্ধার সন্তান মোঃ আক্তার হোসেন সরকার বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ ও ভালোবাসার প্রতি অনুপ্রানিত হয়ে গাজীপুর মহানগর যুবলীগের প্রতিটি কর্মসূচীতে সক্রীয়ভাবে অংশগ্রহন করে প্রতিটি কর্মসূচির সফল করার চেষ্টা করেছি।যুবলীগের ক্ষুদ্র কর্মী হিসেবে অসহায় মানুষের পাশে থেকে সকলের সেবা করতে চাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগ এর আহ্বায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল, ৫৪ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর জানাব মোঃ নাসির উদ্দিন মোল্লা এবং মহানগর যুবলীগ এর আহ্বায়ক সদস্য বৃন্দ ও যুবলীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দা ও মুরুব্বিগন।