দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫০ বার তোপধ্বনীর মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা পালন করা হয়।
আজ (১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা, সরকারি, বে-সরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক বীমা, বিরামপুর প্রেসক্লাব সহ সর্বস্তরের জনগণ পুস্পস্তবক অর্পন করেন এবং সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
সকাল ৮ টায় আনসার মাঠে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন, এছাড়াও উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা,আলোচনা সভা, মনোজ্ঞ সাংকৃস্কিত অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়েছে।
দুপুর দুইটার সময় হাসপাতাল ও এতিমখানায় খাবার বিতরন, বিকেলে সাড়ে ৪ টার মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে সকলের অংশ গ্রহণ করেন।
বিকেলে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে এক আলোচনা সভায় ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকতা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল লতিফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেসবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, সিনিয়র সহকারী পুলিশ সুপার বিরামপুর সার্কেল একেএম ওহিদুন্নবী,থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত,থানার ওসি(তদন্ত) মতিয়ার রহমান,বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন,বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মোস্তাক মাস্টার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শীবেষ কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল প্রমুখ।
এছাড়াও উপজেলার ৭ ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারীগণ, বিভিন্ন স্কুলের প্রধানগণ, অভিভাবকগণ, শিক্ষার্থী,সুধীজন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।