রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলায় (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।
তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে তানোরে শহীদ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নানা আয়োজনে দিবস টি পালন করা হয়। তার আগে প্রথম প্রভাতে দুই লক্ষ সম্ভ্রম হারানো মা-বোন ও ত্রিশ লক্ষ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বঙ্গবন্ধুর ম্যুরালে ও শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
আজ ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) প্রথম প্রভাতে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে ও তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সঞ্চালনায়, স্থানিয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী(এম পি), প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চত্তরে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বঙ্গবন্ধুর ম্যুরালে ও শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণের মধ্যদিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় তিনি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণ করেন এবং বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন ও ফাতেহা পাঠ করেন।
এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) রাকিবুল হাসান রাকিব, সহকারী কমিশনার (ভুমি) সুস্মিতা রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার ও ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিকি, ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সাংবাদি সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় শুধীজন ও নানান শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রত্যুশ ৫০ বার তোপধনি দিয়ে মহান বিজয় দিবসের সূচনা হয়। সূর্য উদয়ের সাথে সাথে শহীদ মিনার এ পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। দ্বিতীয় পর্বে সকাল নয়-টায় জাতীয় সংগীত গাইতে গাইতে পতাকা উত্তোলন বেলুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াজ শুরু হয়।
কুচকাওয়াজ প্রদর্শনের নেতৃত্বে ছিলো পুলিশ বাহিনী, আনসার বাহিনী।
বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করে।
পরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।