রাজশাহীর তানোর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়।
জানা গেছে, ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে স্বরন করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবিদের।
শহীদ বুদ্ধিজীবিদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর’ বুদ্ধিজীবীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপজেলা পরিষদ প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে, উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংসদ প্রতিনিধি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) রাকিবুল হাসান রাকিব, সহকারী কমিশনার (ভুমি) সুস্মিতা রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার ও ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিকি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদ বুদ্ধিজীবী দিবসের দ্বিতীয় পর্বে, সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এসময় স্থানীয় সাংসদ প্রতিনিধি, তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণ করে, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ, সকল শহীদ বুদ্ধিজীবীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।