বিশ্ব মানবাধিকার দিবসে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মানবাধিকার রক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধণার আয়োজন করা হয়।
গত ১০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডস্থ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি লায়ন এইচ এম ইব্রাহিম ভুইঁয়ার সভাপতিত্বে ও সাংবাদিক জামাল শিকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গণি মিয়া বাবুল, বাংলাদেশ মানবাধিকার কল্যান সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গীতিকবি সেলিনা আক্তার, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মোঃ মোশাররফ হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আলহাজ্ব ড, মোঃ আব্দুর রহিম, লায়ন রুহুল আমিন এফসিএমএ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ- কমিটির সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পরিচালক লায়ন এইচ এম মেহেদী হাসান, এফবিজেও এর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী, সাংবাদিক নেতা গোলাম ফারুক মজনু প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।