টঙ্গীর নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিল্স লি. এর ২০ তম বার্ষিক সাধারণ সভা রোববার দুপুরে মিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও স্থানীয় কাউন্সিলর আবুল হাসেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রি জাহিদ আহসান রাসেল এম.পি।
প্রধান আলোচক মিলের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বি.কম মতি। মিলসের পরিচালক হাসান মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ মন্নু ফাইন কটন মিলসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, চেয়ারম্যান হারুন-অর-রশিদ প্রমূখ।
সভায় গত এক বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক। পরে শেয়ার সদস্যদের মধ্যে লভ্যাংশ বিতরণ করা হয়। এবারের সাধারণ সভায় সকল পরিচালক ও শেয়ার সদস্যদের সম্মতিক্রমে আগামী বছরের জন্য ব্যবস্থাপনা পরিচালক হিসেব মতিউর রহমান বি.কম পূণ নির্বাচিত হন। পরিচালনা পর্ষদের সদস্য হন আবুল হাসেম, আবুল কাসেম মোহাম্মদ, আমিনুর রহমান, ছালাম উদ্দিন ও নূরুল আমিন।