বরিশালের উজিরপুর উপজেলার ২ নং হারতা ইউনিয়ন ২৫ শে নভেম্বর রোজ বৃহস্পতিবার বেলা ১২ টায় কালবিলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রিন্স বিশ্বাস (শ্যামলের) পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের অভিনেতা অমিত হাসান ও চিত্র নায়িকা কেয়া।
প্রধান অতিথির বক্তব্যে বলেন প্রিন্স বিশ্বাস শ্যামল আমার জানামতে আমি যতোটুকু তার বিষয়ে জানি সে একজন ভালো মনের মানুষ ও সমাজ সেবক সবসময় আপনাদের পাশে থাকবে এটা আমার বিশ্বাস এই আশা ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পরিমল করাতি, মনিন্দ্রনাথ সমদ্দার, বাবু শ্রীণন্দণাথ বাড়ৈ,বরেণ্রণাখ সমদ্দার, অচিন্ত বাড়ৈ, আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রিন্স বিশ্বাস (শ্যামলের) বক্তব্যে বলেন হারতা ইউনিয়নের একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে এ সময় আনারস মার্কায় ভোট চেয়েছেন সাধারণ জনগণের কাছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোবিন্দ বাড়ৈ বক্তব্যে বলেন সু্স্ঠ নিরপেক্ষ ভোট গ্রহণ হলে বিপুল ভোটে জিতবে আনারস মার্কা এই আশা ব্যক্ত করেন।