দিনাজপুরের বিরামপুর পৌর ঢাকা মোড়ে চাংপাই চাইনিজ এন্ড ফাস্টফুড অবস্থিত।
আজ ১৭ নভেম্বর রোজ বুধবার চাংপাই চাইনিজ ও অনারের শুভ জন্মদিন এবং কেক কাটা সফল হল।
আজ সকাল ১০ টায় প্রথম পর্ব শুরু হয় বিভিন্ন সাংবাদিক বৃন্দ সহ কেক কাটেন চাংপাই চাইনিজ রেস্টুরেন্টের এমডি মোরশেদ মানিক।
সন্ধ্যা ৫ঃ৪০ মিনিটে দ্বিতীয় পর্ব দিয়ে শেষ হয় জন্মদিনের অনুষ্ঠান। এসময়ে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলার সু যোগ্য ইউ এন ও পরিমল কুমার সরকার, বিরামপুর থানার ওসি সুমন মহন্ত কুমার, ওসি (তদন্ত) মতিয়ার রহমান, এ্যাডভোকেট মওলা বক্স সহ থানা ও উপজেলার সদস্য বৃন্দ।
এছাড়া ছিলেন সাংবাদিক মোরশেদ মানিক গ্রুপ প্রতিষ্ঠানের ম্যানেজার নোমান ইসলাম সহ সকল স্টাফ বৃন্দ।
কেক কাটা সফল করে সবার মুখে কেক তুলে দিলেন চাংপাই চাইনিজ রেস্টুরেন্টের এমডি মোরশেদ মানিক। সাথে তার সকলেই সু-সাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।