গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহ্সান সরকার রাসেল বলেছেন, হঠাৎ ব্যানার ফেস্টুন বানিয়ে নেতা হয়ে যাবেন সেই রকম ভুঁইফোড় সংগঠন কিন্তু যুবলীগ না। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, গাজীপুর মহানগর যুবলীগে কোন ক্যাসিনো কারবারি মাদক কারবারির ঠাঁই হবে না। সাধু সাবধান হয়ে যান, হঠাৎ ফেস্টুন,ব্যানার বানিয়ে যুবলীগের পদ-পদবী দখল করা যাবে না। যে সকল অনুপ্রবেশকারিরা রাতারাতি মধু খাওয়ার জন্য নেতা সেজেছেন এবং মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, সন্ত্রাস, চাঁদাবাজরা স্বার্থহাসিলের জন যুবলীগের সাইনবোর্ড লাগাতে মরিয়া হয়ে উঠেছেন তাদের বলছি তারা যুবলীগের কোন নেতাকমীর্র ছবি দিয়ে ব্যানার-ফ্যাস্টুন তৈরি বা প্রচার প্রচারনা করবেনা। তাদের জন্য যুবলীগ না। এপদ-পদবী একমাত্র তারাই পাবেন সৎ নিষ্ঠা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিকরা যারা যুবলীগের জন্য আওয়ামীলীগের দুঃসময়ে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন তারা। কোন সন্ত্রাসী চাঁদাবাজ মাদক কারবারি ভূমিদস্যু, হাইব্রিড এই যুবলীগের কমিটিতে আসতে পরবেন না। গত কাল সোমবার ৩৪ ও ৩৫ নং ওয়ার্ডের যুবলীগের কর্মী সভায় যুগ্ন আহ্বায়ক মো আলমগীর হোসেন ও মো.সাইফুল ইসলামে সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। সোমবার সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন,সামরিক জানতার পোশাক পরে হ্যা না কণ্ঠভোটের মাধ্যমে বাংলাদেশে ভোট চুরি রাজনীতি শুরু করেছিলো বিএনপি। সেই ভোট চোর, এতিমখানার অর্থ আত্মসাৎ ও দূর্নীতি মামলার আসামিদের রুখে দিতে প্রস্তুত থাকতে হবে যুবলীগের নেতা কর্মীদের। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরুল আলম পাশা, দেলোয়ার হোসেন দেলু, ইকবাল মাষ্টার, আহ্বায়ক সদস্য মাহবুবর রহমান স্বপন, রফিকুল ইসলাম বাদল, মীর ওসমান গনি কাজল, মো.আবুল কালাম আজাদ মালম, গাজীপুর মহানগর যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী রাশেদুজ্জামান জুয়েল মন্ডল প্রমুখ।