শেরপুরের ঝিনাইগাতীতে আর্থিক সংকটে চিকিৎসা করাতে পারছেন না অসুস্থ মসজিদের ইমাম চাঁন মিয়া (৭৫)। তিনি উপজেলার ধানশাইল ইউনিয়নের দাড়িয়ারপাড় জামে মসজিদের ইমাম ও উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। বর্তমানে তিনি হার্টের রোগে আক্রান্ত হয়ে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় রয়েছে। ২ছেলে ২মেয়েসহ ৬ সদস্যের পরিবার চাঁন মিয়ার ২ ছেলে ১মেয়ে বিয়েসাদী করেছেন। ২ ছেলে দিনমজুর। তা দের সংসারের বুঝা বহন করতে হিমশিম খেতে হয় তাঁদের। বাড়ি ভিটে ছাড়া সহায় সম্বল বলতে কিছুই নেই চাঁন মিয়ার। মসজিদের ইমামতি করে ৩ হাজার টাকা পান চাঁন মিয়া। এ টাকা দিয়ে খেয়ে না খেয়ে চলে তার সংসার। তিনি দীর্ঘদিন থেকে হার্টের রোগে ভুগছেন। কিন্তু অর্থ সংকটের কারনে চিকিৎসা করাতে পারছেন না। গত ১১ নভেম্বর রাতে মসজিদে এশার নামাজের পর চাঁন মিয়া অজ্ঞান হয়ে পড়ে। খবর পেয়ে ডেফলাই গ্রামের কাঠমিস্ত্রি মোশারফ হোসেন নামে এক যুবক তাকে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তিনি ব্যক্তিগতভাবে তার চিকিৎসায় সহায়তা করে আসছেন। তবে তার পক্ষে পুরো ব্যয় ভার বহন করা সম্ভব নয়। আর্থিক সংকটের কারনে তার চিকিৎসা করাতে পারছেন না দরিদ্র পরিবারটি। বর্তমানে প্রতিদিন ২ হাজার টাকার ওষুধ দিতে হচ্ছে তার চিকিৎসার জন্য। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এ টাকা যুগানো সম্ভব হচ্ছে না। তার চিকিৎসার ব্যয় ভার মিটাতে না পেরে পরিবারটি এখন দিশেহারা দিশেহারা। ১৫ নভেম্বর সোমবার একদিনের চিকিৎসার ব্যয়ভার ২হাজার টাকা দিয়েছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান। পরবর্তীতে চিকিৎসার ব্যয়ভার বহন করার সুযোগ নেই পরিবারের সদস্যদের। তাই পরিবারের পক্ষ থেকে চাঁন মিয়ার স্ত্রী হামেদা বেগম তার স্বামীর জীবন বাঁচাতে প্রশাসনসহ সমাজের সকল বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। সাহায্য পাঠানো ও ওই পরিবারের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। (০১৭৫৩৪০৭৯০৮)