বরিশাল জেলা উজিরপুর উপজেলার শনিবার ১৩ ই নভেম্বর ২নং হারতা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী
প্রিন্স বিস্বাশ (শ্যামল) মোটরসাইকেলে পথসভা করেন ও শুভেচ্ছা বিনিময় করেন। তার নির্বাচনী পতিক আনারস মার্কা নিয়ে আসে তার নিজ এলাকায় নাথারকান্দি
এসময় তার এলাকার সাধারণ জনগণের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।
প্রিন্স বিশ্বাসের (শ্যামশ) তার সাথে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র জগতের অভিনেতা কাজী হায়াৎ বক্তব্যে বলেন, প্রিন্স বিস্বাসের সাথে আমার যতটুকু পরিচয় তাতে আমার মনেহয় আপনাদের পাসে সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকবে। প্রিন্স বিশ্বাস (শ্যামল) কাছে সাংবাদিরা জানতে চাইলে তিনি বলেন, ২৮ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রাহণ হলে আমি বিপুল ভোটে জয়যুক্ত হবো, গরীব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াবো, ইউনিয়নের মানুষের পাশে থেকে তাদের বিভিন্ন সরকারি সাহায্য সহযোগিতা করবো।