শেরপুরের ঝিনাইগাতীতে বন্যপ্রাণী রক্ষায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ শেরপুর জেলা শাখার উদ্যোগে ১২ নভেম্বর শুক্রবার বিকালে উপজেলা সদরের মেইনরোডে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ. ন. ম. মোয়াজ্জেম হোসেন চেয়ারম্যান সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ সাইফুল ইসলাম
কেন্দ্রীয় সাধারন সম্পাদক সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন তৌফিক আহমেদকেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদ, আরো বক্তব্য রাখেন, হাসানুজ্জামান সজিব সভাপতি সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ
জামালপুর জেলা শাখা,জামালপুরের যুগ্ম আহবায়ক সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, এ প্রতিবাদ সমাবেশের সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ মেহেদী আলম রনি, সাধারন সম্পাদক সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ শেরপুর জেলা শাখা, বক্তারা শেরপুর সীমান্তের পাহাড়ি এলাকায় বন্যপ্রাণী সুরক্ষা ও বন্যপ্রাণী হত্যাকারিদের বিচার দাবি করেন।