শেরপুরের নালিতাবাড়ীতে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পৌরশহরের আড়াইআনি বাজারের ব্রিজসংলগ্ন সাইকেল হাটিতে কর্মসূচি পালিত হয়। এসময় আশেপাশের শিক্ষক শিক্ষার্থী ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী-পেশার সহস্রাধিক মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। এদিন সংগঠনটির উদ্যোগে মানবতার টানে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহী করার নিমিত্তে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি জনসাধারণের মাঝে রক্তদানের উপকারিতা এবং রক্তদানে উৎসাহিত করার জন্য দোকানপাট সহ পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়।
এসময় রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জেমিম আল রিয়াদ, সহ-সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তানজিল, সাবেক সভাপতি সিদ্রাতুল মুন্তাহা, জোবায়ের আহমেদ জয়, সাবেক সহ-সভাপতি বিধান কর্মকার সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন ২০১৮ সাল থেকে এক ঝাঁক তরুন সদস্যদের নিয়ে নালিতাবাড়ীতে স্বেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত করে আসছে।