বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ব্রাঞ্চ, মহালছড়ি উপজেলা ইউনিট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মো.শানে আলম স্বাক্ষরিত (০১/১১/২১- ৩১/১০/২৩) সাল পর্যন্ত দুই বছর মেয়াদি নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
যুব রেড ক্রিসেন্ট মহালছড়ি ইউনিটের আগামী দুই বছর নেতৃত্বে দেবেন তাঁরা।
ইউনিটের দলনেতা মো রিমন মিয়া ,উপ-দল নেতা-১ বিনয় ভূষন শাস্রী, দল নেতা -২ মোঃ সুমন মিয়া,জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান সানি রাখাইন, উপ-প্রধান মোঃ জমিলা খাতুন ,
সেবা ও স্বাস্থ্য বিভাগীয় প্রধান মোঃ মনির হোসেন ,উপ-প্রধান মোঃ শাকিল আহমেদ , প্রশিক্ষণ বিভাগীয় প্রধান আদনান হোসেন,উপ-প্রধান শাহারিয়ার,রক্ত বিভাগীয় প্রধান মোঃ হাবিব,উপ-প্রধান মোঃ রাশেদ মিয়া,বন্ধুত্ব বিভাগীয় প্রধান ইতামনি তালুকদার,উপ-প্রধান রাকিবুল হাছান, ক্রীড়া বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলাম সবুজ,উপ-প্রধান ঝনুরা চাকমা কে নিয়ে ১৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
যুব রেড ক্রিসেন্ট মহালছড়ি উপজেলা ইউনিটের সাবেক যুব প্রধান মোঃ রশিদ বলেন, যুব রেড ক্রিসেন্ট অত্র উপজেলায় শুরু থেকে যুব সদস্যরা সুনামের সাথে মানব সেবা করে আসছে আগামীতেও এধারা অব্যাহত থাকবে।