রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানায় পুলিশের রাইফেলথর বাটের আঘাতে তাজুল নামের এক মাদকসেবীর মৃত্যু। এতে এলাকাবাসী উত্তেজিত হয়ে থানা ঘেড়াও করে বিক্ষোভ ও ভাংচুর করেছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশকিছু বাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে।
স্থানীয়রা সাংবাদিকদের জানান, রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার দালালের হাট নয়াটারী এলাকায় (০১ নভেম্বর) সোমবার সন্ধ্যার দিকে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালীন এ সময় তাজুল ইসলাম নামের এক মাদক সেবীকে আটক করে ঘটনাস্থলেই তাকে মারধর করে। এক পর্যায়ে পুলিশ সদস্যর রাইফেলের বাট দিয়ে তাজুলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়।
মুহুর্তেই ছড়িয়ে পড়ে তাজুলের মৃত্যুর ঘটনা। তার মৃত্যুর খবর পেয়ে সাথে সাথে উত্তেজিত জনতা থানা ঘেরাও করে। এবং পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহন ভাঙচুর করতে থাকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে যায়।
উত্তেজিত এলাকাবাসীকে থামাতে ব্যর্থ হয়ে পুলিশ এক পর্যায়ে টিয়ার শেল ও ফাঁকা রাবাট বুলেট ছুঁড়ে। টিয়ার শেলের আঘাতে সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়।
এ ঘটনায় পুরো হারাগাছ থানা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।