জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘সিথ ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে সমন্বিতভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
‘সিথ ইউনিটের ভর্তি পরীক্ষায় দেশের ২২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৩৩ হাজার ৪৩৭ জন। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮ হাজার ১৮৭ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়।
ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটি ২০২০-২০২১ এর যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিভিন্ন হল পরিদর্শন করেন।
এসময় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরিচালক (ছাত্র-কল্যাণ), প্রক্টরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাণিজ্য অনুষদের পরীক্ষার মধ্য দিয়ে প্রথমবারের মতো আয়োজিত গুচ্ছ ভর্তি পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।
এর আগে, গত ১৭ অক্টোবর বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার মাধ্যমে গুচ্ছ ভর্তি পদ্ধতির যাত্রা শুরু হয়। মোট ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পদ্ধতিতে সমন্বিতভাবে অংশ নিয়েছে এবার।