টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের যাত্রা শুরু। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদকে নিয়োগ দেয়া হয়েছে।
গত ৩০ অক্টোবর ২১ইং তারিখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়। ৩১-অক্টোবর তিনি উক্ত বিভাগে যোগাদান করেন।
ইতিপূর্বে ২৭শে মার্চ ২১ইং তারিখে তাঁকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রতিষ্ঠার নিমিত্তে প্রয়োজনীয় কাজ সম্পাদনের দায়িত্ব দেয়া হয়েছিল।
গত ১২ই সেপ্টেম্বর ২১ইং তারিখে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অনুমোদন প্রদান করেন। এ-বিভাগ খোলার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে চতুর্থ এবং বিশ্ববিদ্যালয়ের ঊনিশ তম বিভাগ হিসেবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ যাত্রা শুরু করলো।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক সামছুল আলম (শিবলী) এক প্রেস রিলিজে এসব জানান।
উল্লেখ্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ। তিনি প্রায় সাড়ে ৫-মাস অক্লান্ত পরিশ্রম ও ইঞ্জিনিয়ারিং বিভাগের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্রুত সফলতা অর্জন করেন। কর্তৃপক্ষ এ-বিভাগ খোলার মাধ্যমে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে উচ্চ শিক্ষার যাত্রা শুরু হলো।