বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মোস্তফা মিয়া দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ  তাড়াশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত দ্বিতীয় স্বাধীনতার কথা বলে দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি করা হচ্ছে বললেন –ইকবাল হাসান মাহমুদ টুকু টঙ্গীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল সিরাজগঞ্জ তাড়াশে ৫নং নওগাঁ ইউনিয়নে ৪ হাজার কেজি ভিজিএফের চাল জব্দ কাপাসিয়ায় টিএসডিএ-কুরআনের আলো সিজন-৫ এর ফাইনাল পর্ব ও ইফতার টঙ্গীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল নির্ভয়া বাংলাদেশ” সিরাজগঞ্জ জেলা শাখা কমিটি অনুমোদন সভাপতি-এস,এম,রুহুল তাড়াশী, সাধারণ সম্পাদক -লিটন সরকার না ফেরার দেশে চলে গেলেন মির্জা আব্দুল জব্বার বাবু

শেরপুরের নকলায় ১৬৩০ কৃষকের মাঝে বিনামুল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ | সময়ের দেশ

রেজাউল হাসান সাফিত, নকলা (শেরপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২১৫ বার পড়া হয়েছে

২০২১-২২ অর্থবছরে শেরপুরের নকলায় রবি মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৬৩০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বারি সরিষা-১৪ জাতের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার (২৭ অক্টোবর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নকলা উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজু রহমান-এঁর সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সা

জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, ভূট্টা, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফসী জাতের (বারি সরিষা ১৪) বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মাহামুদুল হাসান মুসার সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ। এছাড়া বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, কৃষক লীগের আহব্বায়ক আলমগীর আজাদ প্রমুখ।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকগন ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ-এঁর দেয়া তথ্য মতে, প্রতি কৃষকের একবিঘা করে জমিতে সরিষা আবাদের জন্য এক কেজি করে বারি সরিষা-১৪ জাতের বীজ, ১০ কেজি করে ডাই-এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কেজি করে মিউরেট অব পটাশ (এমওপি) সার বিতরণ করা হয়। এ হিসাব মতে, ২০২১-২২ অর্থবছরে শেরপুরের নকলায় রবি মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৬৩০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক মোট ১ হাজার ৬৩০ কেজি সরিষা বীজ, ১৬ হাজার ৩০০ কেজি ডাই-এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১৬ হাজার ৩০০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার বিনামূল্যে পাবেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:২৮ অপরাহ্ণ
  • ১৮:১৫ অপরাহ্ণ
  • ১৯:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102