দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে শেরপুর সদর উপজেলার ১৪ ইউনিয়নের মধ্যে ৩ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ৩ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ইউপি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ওই ৩ ইউপিতে তাঁরা একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হচ্ছে না। সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৪ ইউনিয়নে এবার আওয়ামী লীগের ১৪ জন, জাতীয় পার্টির ২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর একজন এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল, আপিল নিষ্পত্তি এবং মঙ্গলবার প্রার্থীতা প্রত্যাহারের পর ওই ৩ ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় উক্ত ইউনিয়নে কেবল সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩ চেয়ারম্যান প্রার্থীরা হলেন ১ নং কামারেরচর ইউপিতে জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান,পাকুড়িয়া ইউপিতে আলহাজ্ব মোঃ হায়দার আলী, ও গাজির খামার ইউপিতে মোঃ আওলাদুল ইসলাম। কামারেরচর ইউপিতে আলহাজ্ব মোঃ হাবিবুর রহমানের বিরুদ্ধে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় তিনি একক প্রার্থী হিসেবে পর পর তৃতীয়বার এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় পর পর দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন। অপরদিকে পাকুরিয়া ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন এবং গাজির খামার ইউনিয়নে সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম হেলাল সহ অপর দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় আলহাজ্ব হায়দার আলী ও মোঃ আওলাদুল ইসলাম পর পর দ্বিতীয়বার এবং প্রথমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে সদর উপজেলার ১৪ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শেরপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিষয়ে বলেন, দাখিল করা কাগজপত্র ঠিক থাকায় এবং কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় হাবিবুর রহমানকে কামারেরচর, হায়দার আলীকে পাকুরিয়া ও আওলাদুল ইসলামকে গাজির খামার ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।