২৭-অক্টোবর, নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি,সুস্থ সবল বাংলাদেশ গড়ি” এ-শ্লোগানে,জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাস ব্যাপি কর্মসূচিতে নিরাপদ স্যানিটেশন কার্য্যক্রম প্রাইমারী থেকে সর্বত্রই ছড়িয়ে দেয়ার গুরুর্ত্বারোপ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
২৭-অক্টোবর বুধবার সকাল সাড়ে ১০টায় ভাওয়াল সম্মেলন কক্ষে গাজীপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিস, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম সাদিক তানভীর, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু ইউসুফ খান,জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ফয়সাল খান প্রমুখ।