আজ দুপুর সাড়ে ১২ ঘটিকায় উপজেলার চিরিরবন্দর-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বেকিপুল বাজার নামক স্থানে এঘটনা ঘটে। আটককৃত উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মাহাদানী গ্রামের নজরুল ইসলামের পুত্র নুরনবী ইসুলাম (২৫)।
স্থানীয় সূত্রে জানাযায়, আটক নুরনবী যাত্রী সেজে দিনাজপুরগামী একটি অটোরিকশায় উঠে। পথিমধ্যে বাকী যাত্রীরা নেমে গেলে ফাঁকা অটোর সুযোগ নিয়ে চালককে চেতনানাশক ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। এমন সময় চালক বুদ্ধি খাটিয়ে কোনভাবে বেকিপুল বাজারে নিয়ে যায়। এরপর চালক বাজারে থাকা লোকজনকে ডাকলে সকলেই একত্রিত হয়ে ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেয় এলাকাবাসী।
পরে বিষয়টি থানায় অবগত করলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ে আসে সেই ছিনতাইকারীকে। গণধোলাইয়ে অসুস্থ হওয়ায় আসামীকে বর্তমানে পুলিশি হেফাজতে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় রাখা হয়েছে।