মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে লটারির মাধ্যমে ২৮ জন ওএমএস ডিলার নিয়োগ বিরামপুরে ভূয়া সেনাবাহিনী আটক কাপাসিয়ায় সাংবাদিক ফোরামের কমিটি গঠিত: সভাপতি আবু সায়িদ,সম্পাদক সাইফুল্লাহ লবিব দলের জন্য নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছেন জতীয়তাবাদী বিএনপি বংশাল থানার সাধারণ সম্পাদক মোঃ মামুন সিরাজগঞ্জ তাড়াশ উপজেলা ৫নং নওগাঁ ইউনিয়ন বিএনপি আয়োজনে চা চক্র অনুষ্ঠিত বিরামপুরে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ পেলেন ৩৬ কৃষকঃ রাজধানীর উত্তরায় বিএনপি নেতার রাস্তা উদ্ধোধনে আওয়ামী লীগ বিরামপুরে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর বিরামপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

গণ আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানালেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স | সময়ের দেশ

মোঃ বিল্লাল হোসেন, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২১৪ বার পড়া হয়েছে

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশকে, দেশের মানুষকে দুঃশাসন মুক্ত করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে রাজনীতির পথকে নিরাপদে আনতে আন্দোলনের মাধ্যমে এ দুঃশাসনের অবসান ঘটাতে হবে। সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সারা বাংলাদেশের নেতা। বিভিন্ন বুদ্ধিজীবিদের সাথে কথা বলে দলের আগামী দিনের করণীয় নির্ধারণ করছেন। সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবি, পেশাজীবি সকলকে এক বাক্যে বলতে হবে এ সরকারকে হটাতে গণ আন্দোলন ছাড়া, কোন বিকল্প নাই। তাই এ দেশকে, দেশের মানুষকে দুঃশাসন মুক্ত করতে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে সবাইকে গণ আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। ২৩ অক্টোবর শনিবার বিকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপি আয়োজিত স্থানীয় ডাঃ সেরাজুল হক টেকনিক্যাল এণ্ড কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউটের মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুছ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মিসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেজ আলী মামুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী। সভায় উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো.আব্দুল মান্নানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মো. গোলাম মোস্তফা শামীম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্ল্যাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মেহেদী হাসান মামুন, মহিলা দলের সভানেত্রী জীবুন্নেছা হক কোহিনুর, কৃষক দলের আহ্বায়ক মো. সুলতান মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোহাগ রানা প্রমুখ।কর্মী সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আগামী দুই দিনের মধ্যে পুনরায় আহ্বায়ক কমিটি গঠন করারও নির্দেশনা দেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:২৮ অপরাহ্ণ
  • ১৯:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102