শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের আওতাধীন সমাজ সেবা অধিদপ্তরের অধীনে ১৯ অক্টোবর মঙ্গলবার ২৯২০-২০২১ অর্থ বছরের ৩ মাসের উপ- বৃত্তির চেক বিতরন করা হয়। আনুষ্ঠানিকভাবে চেক বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা
সমাজ সেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক। উল্লেখ্য প্রাথমিক স্তরের ৫২ শিক্ষার্থীকে জনপ্রতি ২ হাজার ২শত ৫০টাকা, মাধ্যমিকে ৮ জনকে জনপ্রতি ২হাজার ৪০০ টাকা, উচ্চ মাধ্যমিকের ৩ জনকে জনপ্রতি ২হাজার ৭০০ টাকা এবং উচ্চ স্তরের ১জনকে ৩হাজার ৯০০ টাকা উপ-বৃত্তির চেক প্রদান করা হয়।