গাজীপুর, ১৯- শে অক্টোবর, দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হেডকোয়ার্টার্স এ অফিসার ফোর্সের কল্যাণে “নেমন্তন্ন” ক্যান্টিনের শুভ উদ্বোধন করেন সম্মানিত জিএমপি কমিশনার, খন্দকার লুৎফুল কবির, (পিপিএম – সেবা) ।
জিএমপি, “নেমন্তন্ন” ক্যান্টিনের শুভ উদ্বোধনের সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ বরকতউল্লাহ খান, বিপিএম (সেবা), তানভীর মমতাজ, উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার অপরাধ( উত্তর ), ইলতুৎ মিশ উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মিজানুর রহমান পিপিএম , উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট ), হুমায়ুন কবির, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ফারজানা ইসলাম, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক এন্ড ট্রান্সপোর্ট) নূরে আলম,উপ-পুলিশ কমিশনার ডিবি (দক্ষিণ), ,আব্দুল্লাহ -আল মামুন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার গন ও অফিসার-ফোর্স বৃন্দ।