নীলফামারীর সৈয়দপুরে শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। ১৮ অক্টোবর সোমবার উপজেলার ৫ টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয় ২৭টি বাই সাইকেল।
উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোখছেদুল মোমিন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শামীম হুসাইন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি সানজিদা বেগম লাকী, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণবেশ চন্দ্র দুলাল বাগচী, বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু প্রমুখ।
উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) আওতায় নারী স্কুল শিক্ষার্থীদের জন্য এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। প্রতিবছরই এই কার্যক্রমের মাধ্যমে বাই সাইকেলসহ বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়।