শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসব – ২০২১ উপলক্ষে রুপনারায়নকুড়া ইউনিয়নের পাইখাতলা এবং নিজপাড়া পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, সাবেক এম,এল,এ ও এম,এন,এ প্রয়াত জননেতা মরহুম আব্দুল হাকিম সরকারের বড় ছেলে, ৮ নং রুপনারায়নকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি,সাবেক সফল জন নন্দিত চেয়ারম্যান আলহাজ্ব এ,এইচ,এম মোস্তফা কামাল সরকার। এ,এইচ,এম মোস্তফা কামাল বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে সর্বত্র কাজ করে যাচ্ছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একটি অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি আরো বলেন,সেই ধারাবাহিকতায় নকলা-নালিতাবাড়ী আসনের মাননীয় সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য,কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,বাংলার অগ্নি কন্যা বেগম মতিয়া চৌধুরী এমপি মহোদয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে যে সহযোগিতা করেছেন।উনার প্রতি সকলেই কৃতজ্ঞ।উনার দিকনির্দেশনায় আমরা রুপনারায়নকুড়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ সবাই আপনাদের পাশে থাকবো।এ সময় উপস্থিত ছিলেন রুপনারায়নকুড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ।