শেরপুরের ঝিনাইগাতীতে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য এ কে এম ফজলুল হক চাঁন।১৩ অক্টোবর বিকালে উপজেলার মালিঝিকান্দা, হাতিবান্ধা, নলকুড়া , সদরসহ বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় সংসদ সদস্য একে এম ফজলুল হক চাঁনের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, জেলা কৃষক লীগের সভাপতি আঃ কাদের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম বেলায়েত হোসেন, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ , উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল্যাহ ইউনিয়ন যুবলীগ, কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দলের নেতাকর্মী।
পূজা মন্ডপ পরিদর্শন কালে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় ১৯ টি পূজামন্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে প্রতিটি মন্ডপে ৩ হাজার করে টাকা অনুদান তুলে দেন সংসদ সদস্য আলহাজ একেএম ফজলুল হক চাঁন।