গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মঙ্গলবার ১২ অক্টোবর গাজীপুর জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে জাতীয় শ্রমিকলীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে অনুষ্ঠানের সভাপতি এবং আহবায়ক জাতীয় শ্রমিকলীগ গাজীপুর মহানগর আলহাজ্ব আব্দুল মজিদ ( বি. এস.সি) এর বিরুদ্ধে সাংবাদিক অবমাননা এবং অশ্লীল নৃত্য ও গান পরিচালনার অভিযোগ উঠেছে।
জানা যায়, গাজীপুর মহানগর শ্রমিকলীগকৃত আয়োজিত জাতীয় শ্রমিকলীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান বিকেল ৫টায় শেষ হয়। এসময় অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের কাছে কোন ব্রিফিং না দিয়ে তার নিজ কার্যালয়ে দেখা করতে বলেন। সাংবাদিকৃন্দ তার কার্যালয়ে প্রায় ৩ ঘন্টা অপেক্ষা করেন। তিনি তার কার্যালয়ে আসতে দেরি হওয়ায় তার মোঠোফোনে অনেক বার ফোন করেও তার সাথে যোগাযোগ করা যায়নি। পরে তার সাক্ষাৎ না পেয়ে উপস্থিত সাংবাদিকবৃন্দরা তার কার্যালয় ত্যাগ করে।
তার এ ব্যবহারে সাংবাদিকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তার এ ব্যবহারে সাংবাদিকদের অসম্মান করা হয়েছে বলে মনে করেন উপস্থিত সিনিয়র সাংবাদিকবৃন্দরা।
সিনিয়র এক সাংবাদিক বলেন, দেখা করতে বলে এভাবে ঘন্টার পর ঘন্টা সাংবাদিকদের অপেক্ষা করিয়ে বসিয়ে রেখে কোন রকম যোগাযোগ না করা সাংবাদিক অবমাননার সামিল। আমাদের উচিৎ গাজীপুরে মহানগর শ্রমিকলীগের যে কোন অনুষ্ঠান বয়কট করা।
সিনিয়র আর এক সাংবাদিক বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক সাংবাদিকদের অপমান করা মানে সমগ্র জাতিকে অপমান করা।
সাংবাদিকরা আছে বলেই মানুষ সত্য ঘটনা, দুর্ঘটনা সমাজের বিভিন্ন অবস্থা জানতে পারছে। সাংবাদিকদের লিখনের মাধ্যমে আমরা দেশ ও জাতি উপকৃত হচ্ছি। সাংবাদিকদের অপমান করার অধিকার কারও নেই। শ্রমিকরা দেশের প্রান তাই গাজীপুর শ্রমিকলীগের আহ্বায়ক একজন সৎ যোগ্য এবং কর্তব্যপরায়ন ব্যক্তির হওয়া উচিত।
এছাড়াও অনুষ্ঠান শেষে মধ্যে রাতে অশ্লীল গান ও নৃত্য পরিচালনারও অভিযোগ উঠেছে এই অনুষ্ঠান পরিচালনা কমিটির বিরুদ্ধে।
জানা যায়, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে গাজীপুর জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে জাতীয় শ্রমিকলীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে রাতে অশ্লীল গান ও নৃত্যর আয়োজন করা হয়। এ জাতীয় অশ্লীল গান ও নৃত্য যুব সমাজের অবক্ষয় এবং সংস্কৃতি ধ্বংসের পায়তারা বলে অনেকে মনে করছেন।