বগুড়া জেলার নন্দ্রী গ্রামে ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক প্রধান শিক্ষককে নির্যাতন সহ সারা দেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ কক্সবাজার জেলা শাখা।
১২ অক্টোবর বেলা ১১ টায় কক্সবাজার কোর্ট বিল্ডিং চত্তরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি হোসাইনুল ইসলাম মাতবর।
সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজান আলী।
মানববন্ধনে বক্তারা সারা দেশে শিক্ষকদের নির্যাতনকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়াসহ শিক্ষক নির্যাতনকারীদের জীবনে কোন দিন কোন শিক্ষা প্রতিষ্ঠাননে যাতে দায়িত্ব দেওয়া না হয় সে জন্য সরকারের প্রতি আহবান জানান। একই সাথে শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নেরও দাবী জানান।
এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টান প্রধান পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, কক্সবাজার জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি শফিউল আলম, সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, শেখ হাসিনা জোয়ারিয়া নালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মান্নান, মহেশখালী উপজেলা কমিটির সহ সভাপতি দিদারুল আলম, ঈদগাও উপজেলা শাখার সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, পেকুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আকতার হোসেন, রামু ধেছুয়া পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গণি, রামু কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবছার উদ্দিন, রামু আল ফুয়াদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা দিদার চৌধুরী, খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল সহ জেলা অর্ধশতাধিত স্কুলের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।