বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও শ্রমিক বান্ধব দেশরত্ন প্রধানমন্ত্রী’র নেতৃত্বে গাজীপুর কে আধুনিক গ্রীন ও ক্লিন সিটি হিসেবে গড়তে চাই। রাস্তাঘাট শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, যানজট চাঁদাবাজ ও মাদক মুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা চাই। বঙ্গবন্ধুর আদর্শের সংগঠনে ধান্দাবাজ, চাঁন্দাবাজ নামধারী শ্রমিক যাতে ঢুকতে না পারে সকলের সেদিকে সজাগ থাকতে হবে।
আজ মঙ্গলবার( ১২ অক্টোবর) বিকেলে জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিনে প্রধান অতিথি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।
গাজীপুর মহানগর শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত চান্দনা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র এডঃ মোহাাম্মদ জাহাঙ্গীর আলম কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ আব্দুল মজিদ বিএসসির সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক মোঃ ইব্রাহিম খলিল (বিএ) এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকসেদ আলম, জেলা যুবলীগের আহ্বায়ক এস.এম আলতাব হোসেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ সিরাজুল হক চৌধুরী, গাজীপুর মহানগর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি মোঃ আবদুস সোবাহান, গাজীপুর মহানগর শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক ও মহানগর ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ আব্দুল কাদির মন্ডল, মহানগর ১৩ নং ওযার্ড কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, ১৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক এমএ. নজরুল ইসলাম, শ্রমিক লীগ সদর মেট্রো থানা সভাপতি পদপ্রার্থী কবির হোসেন ও সদর মেট্রো থানা যুবলীগ নেতা মোঃ লুৎফর রহমান প্রমূখ।